অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে এবার চীনে প্লেগ রোগে মৃত্যুর ঘটনা ঘটলো। এই রোগ মহামারি হিসেবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্তকতা জারি করা হয়েছে।
মঙ্গলবার দেশটির জাতীয় জুনোটিক ডিজিজ জানায়, মঙ্গোলিয়া অঞ্চলে বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সী এক কিশোর মারা যায়। ইঁদুর জাতীয় এক ধরণের প্রাণীর মাংস খাওয়ার তিন দিন পর তার মৃত্যু হয়।
ওই কিশোর চীন সীমান্তবর্তী মঙ্গোলিয়া প্রদেশের গোভি আলতাইয়ে বসবাস করতো।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিউবোনিক প্লেগের সংক্রমণ রোধে মঙ্গোলিয়ার ৫টি জেলা লকডাউন করে রাখা হয়েছে।
মঙ্গোলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্লেগের বিস্তার চীন ও রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়। তবে তারা এর সংক্রমণ রোধে উচ্চ সতর্কতা জারি করেছে।
সিনিয়র কর্মকর্তা ডরজ নরঞ্জেরেল জানান, ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইঁদুর জাতীয় প্রাণী শিকার ও এগুলোর মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।সূত্র: এক্সপ্রেস ইউকে