অনলাইন ডেস্ক : আমেরিকায় সংক্রামক ব্যাধির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি আভাস দিয়েছেন। তিনি দাবি করেন, এবছর শেষ হবার আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে। গতকাল খবর দেয়া হয়েছিল আমেরিকার ওষুধ প্রতিষ্ঠান মডার্না, করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করেছে তার পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে।
“প্রস্তাবিত সময়সূচি নিয়ে আমি খুশি,” রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন ড. ফাউচি। তিনি বলেছেন চীন আমেরিকার আগে ভ্যাকসিন পেয়ে গেল কিনা সেটা নিয়ে তার কোন “মাথাব্যথা” নেই। “সবার গবেষণাই মোটামুটি এক পথে এগোচ্ছে,” তিনি বলেছেন। “তারা আমাদের খুব আগেই কিছু বের করে ফেলবে না। এটা নিশ্চিত।”
অন্যান্য বিজ্ঞানীদের মত ড. ফাউচিও বলছেন করোনাভাইরাস নিয়ে এখনও অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে যার মধ্যে একটা হল ভ্যাকসিন বা টিকা যে ইমিউনিটি দেবে তা কতদিন স্থায়ী হবে।সূত্র:বিবিসি বাংলা।