Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে করোনায় ৩৩ আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,১৩০।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে  মোট ৩৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৩৮ টি, মেহেরপুরের ৩৩ টি , নড়াইলের ৬৫ টি , চুয়াডাঙ্গার ৪৪ টি এবং ঝিনাইদহের ৮৪ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৩৩ জনকে ”করোনা পজিটিভ” বলে সনাক্ত করা হয়েছে । চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন ( এবং ১ টি ফলোআপ) ,ঝিনাইদহ জেলায় ২৫ জন, মেহেরপুর জেলায় ৫ জন , নড়াইল জেলায় ২৪ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ২ জন, কুমারখালীতে ৯ জন, মিরপুরে ৩ জন, কুষ্টিয়া সদরে ১৭ জন ।

নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৬ জন, মহিলা ৭ জন।

কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১০৩ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
★ উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ১৩৬, ভেড়ামারা ৯৭, মিরপুর ৬০, সদর ৬১৬, কুমারখালী ১৫৯, খোকসা ৩৫
★পুরুষ রোগী ৮০৪ জন, নারী ২৯৯ জন
★সুস্থ হয়েছেন মোট ৬২০ জন
উপজেলা ভিত্তিক সুস্থ ৬১৮ জন
(দৌলতপুর ৮৩, ভেড়ামারা ৮৩, মিরপুর ৪০, সদর ৩২২, কুমারখালী ৬৭, খোকসা ২৩)
বহিরাগত সুস্থ ২ জন
★বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪১৯ জন।
★হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন।
★মৃত – ২১ জন (কুমারখালী -৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ১৫ )।
মৃত পুরুষ ১৭জন, মহিলা ৪ জন।

সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যবহার করুন ও ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন।

Exit mobile version