করোনাভাইরাস : ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : ভারতে শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এতে দেশটিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। খবর এনডিটিভির।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুসারে, ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন মানুষ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ হাজার ৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৬৮৭ জন মানুষের।
সরকারি তথ্যানুযায়ী, সারাদেশে করোনাভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ার পর থেকে মোট ২৫ হাজার ৬০৯ জন মানুষের মৃত্যু হয়েছে।

ভারতের করোনার হটস্পট ছিল মহারাষ্ট্র ও দিল্লি। এখন সংক্রমণ বাড়ছে গ্রামাঞ্চলে, যেখানে স্বাস্থ্য অবকাঠামো দুর্বল। সংক্রমণের চিত্র সরকারি হিসাবে উঠে আসছে, তা সঠিক কি না এ নিয়ে বিশেষজ্ঞদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যন্ত এলাকায় লকডাউনের কথা ভাবছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *