কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্তে মারা যাওয়া অধিকাংশই ছিলেন ডায়াবেটিস রোগী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় (কোভিড-১৯)আক্রান্ত হয়ে মৃতব্যক্তিদের শরীরে অধিকাংশই ডায়াবেটিস, হৃদরোগ, হাইপার টেনশনের মত রোগ ছিল। এর মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যাটা বেশি ছিল। এই কারণেই মৃত্যুর হার এ জেলায় বেঁড়েই চলেছে। গত ৩৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার একশত ৩ জন, সুস্থ হয়েছেন ৫৭৬ জন। আর বর্তমানে হোম আইসোলেশনে ৫২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ জেলায় করোনায় মৃত্যুবরণ কারীর প্রথম ব্যক্তির নাম ছিল মোকাদ্দেস হোসেন। তিনি গত মাসের ১১জুন মারা যান। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা ছিলেন। সবশেষ ব্যক্তির নাম ছিল মকসেদ আলী। তিনি গত ১৬জুলাই মৃত্যুবরণ করেন। তিনি কুষ্টিয়া শহরতলীর চৌঁড়হাস কলনি পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ে করোনা সেলে দায়িত্বরত মেডিকেল অফিসার মুনির।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল জানান,করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা অধিকাংশই ডায়াবেটিস রোগী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *