Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এই কোন ব্লাড গ্রুপের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

অনলাইন ডেস্ক : রক্তের গ্রুপের সাথে করোনাভাইরাস সংক্রমণের কোনো সম্পর্ক আছে কী না তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। যথাযথ সতর্কতার অভাবে য়ে কোনও রক্তের গ্রুপের মানুষের ক্ষেত্রেই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

সম্প্রতি জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, যাদের ব্লাড গ্রুপ AB, তাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি। একইভাবে O গ্রুপের রক্তের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেকটাই কম।

অপর একটি গবেষণায় বলা হয়েছিল, যাদের ব্লাড গ্রুপ A, তাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি।

Exit mobile version