Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভালো খবর আসছে ভারত-পাকিস্তান থেকে :ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্ভবত মিটতে চলেছে। বৃহস্পতিবার হ্যানোয়–তে কিম জং উনের সঙ্গে চলা বৈঠকের ফাঁকে এই আশাই প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা মেটার প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সাংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে ভারত–পাকিস্তান থেকে আমাদের কাছে যথার্থ ভালো খবর এসেছে। ওরা এটা নিয়ে চিন্তা করছে। আমরাও এতে জড়িয়ে পড়েছি আর ওদের থামানোর চেষ্টা করছি। আশা করছি এটা এবার শেষ হবে। দশকের পর দশক ধরে যা চলে আসছে।ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এবার কাশ্মীর সমস্যা মিটবে এবং শান্তিপূর্ণভাবে দু’’দেশের মধ্যে শান্তিস্থাপন হবে।-আজকাল

Exit mobile version