Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় আরও ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ১৭ জন ও শিশু রয়েছে ৩ জন। সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের ডাঃ ফারজানুল ইসলাম অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, উপজেলা ভিত্তিতে বগুড়া সদরে সবচেয়ে বেশি আক্রান্ত ৪৩ জন। এছাড়া ধুনট ৩, আমদিঘিতে ৩, সারিয়াকান্দিতে ২, শিবগঞ্জ ২, কাহালু ২, শেরপুরে ২, শাজাহানপুর, দুপচাঁচিয়া ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বগুড়া শজিমেকের ২৮২ পরীক্ষার ফলাফলে ৩৯ জন পজিটিভ, টিএমএসএস এর ৫১ পরীক্ষার ফলাফলে ২১ জন পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনযায়ী এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৪ হাজার ১৮০ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২১৭০ জন, নতুন করে মৃত্যু হয়েছে একজনের। মোট মৃত্যুর সংখ্যা ৮০ জন।

Exit mobile version