মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরে করোনা আক্রান্তে ইউসুফ আলী (৬৩) নামে এক সবজী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। তিনি মেহেরপুর শহরের বামনপাড়ার নজরুল ইসলামের ছেলে। এ নিয়ে জেলায় ৭ জন করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলোক কুমার জানান, গত ১৬ জুলাই ইউসুফ আলীর নমুনা সংগ্রহ করা হয়। পরদিন কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে তার করোনা পজেটিভ বলে নিশ্চিত করে। করোনা আক্রান্তের পর থেকে তিনি তার নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনা আক্রান্তের পাশাপাশি (সিএলবি) লিভার রোগে আক্রান্ত ছিলেন। ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে লাশ দাফন করা হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জ ডা. মো. নাসির উদ্দীন জানান, মেহেরপুর জেলায় এ পর্যন্ত ২ হাজার ২শ’ ২২টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১৩৩ জন করোনা আক্রান্ত। মৃত্যু ৭ ও সুস্থ হয়েছেন ৭৬ জন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.