অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই করোনাভাইরাসের উৎপত্তি সন্ধানে দুই সদস্যের একটি দল চীনে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বড় একটি দল করোনাভাইরাসের আতুরঘর চীনে পাঠাবে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থাটি।
এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান।
চীনে বর্তমানে যে দুই সদস্যের দলটি রয়েছে তাদের দারুণ সহযোগিতা করছে করোনা আক্রান্ত প্রথম দেশটি। দলটির প্রতি চীনের এমন সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোয় দারুণ সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা।