কুষ্টিয়ায় নতুন করে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ১,২৩৬ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে করোনায় ৪৩ আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২৩৬।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৯৪ টি, মেহেরপুরের ২৬ টি , চুয়াডাঙ্গার ৯১ টি এবং ঝিনাইদহের ৬৫ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৪৩ জনকে ”করোনা পজিটিভ” বলে সনাক্ত করা হয়েছে । এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ । চুয়াডাঙ্গা জেলায় ৪৮ জন ,ঝিনাইদহ জেলায় ১৯ জন ( এবং ২ টি ফলোআপ) , যশোর জেলায় ১ জন, পাবনা জেলায় ১ জন ও মেহেরপুর জেলায় ৪ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৫ জন , ভেড়ামারায় ৩ জন, মিরপুরে ১ জন, , কুষ্টিয়া সদরে ২২ জন্‌, কুমারখালীতে ১০ জন, খোকসায় ২ জন ।

নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন।

কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১,২৩৬ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
★ উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ১৪৬, ভেড়ামারা ১০০, মিরপুর ৬৬, সদর ৭০৩, কুমারখালী ১৮৩, খোকসা ৩৮
★পুরুষ রোগী ৮৯৯ জন, নারী ৩৩৭ জন
★সুস্থ হয়েছেন মোট ৭৩৭ জন
(দৌলতপুর ৯৩, ভেড়ামারা ৮৫, মিরপুর ৪৪, সদর ৪১২, কুমারখালী ৭৯, খোকসা ২৪)
★বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪২৬ জন।
★হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন।
★মৃত – ২৭ জন (কুমারখালী -৪, দৌলতপুর-২, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর-২০ )। কুষ্টিয়া সদরের বাবর আলী গেট, আড়ুয়াপাড়া ও মজমপুরে ৩ জন পুরুষ রোগী কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তাদের সবার বয়স ৪০-৫০ এর মধ্যে।
মৃত পুরুষ ২৩জন, মহিলা ৪ জন।
কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত সন্দেহ জনক রোগীর নমুনা প্রেরন ৮৫৬১ টি, ল্যাবরিপোর্ট প্রপ্তি ৮২৪৮ টি ,১২৩৬ টি পজিটিভ এবং ৭০১২ টি নেগেটিভ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *