কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়া জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত এরপরেও জেলাজুড়ে ভাইরাসের প্রকোপ কমানো সম্ভব হচ্ছে না। রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর কারণ যে সব বাড়ীতে করোনা আক্রান্ত রোগী আছে বা ছিলো সেসব বাড়ীতে আক্রান্তের সংর্স্পশে এসে তার পরিবারের সদ্যসরাও আক্রান্ত হচ্ছে। এর প্রধান কারন হোম আইসোলেশনে থাকা আক্রান্ত ব্যক্তি সঠিক ভাবে হোম আইসোলেশনের নিয়ম মেনে চলছে না। এজন্য প্রত্যেক ব্যক্তির হোম আইসোলেশন সর্ম্পকে জানা প্রয়োজন। যথাযথভাবে হোম আইসোলেশন মেনে চলার মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব। এ বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১টায় শহরের চৌড়হাস,মজমপুরসহ বিভিন্ন পয়েন্টে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জন্য নির্দেশনামূলক লিফলেট ও মাস্ক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আসলাম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুৎফুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর তাইফুর রহমান, সহকারী ম্যাজিস্টেট আহমেদ সাদাতসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *