Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

অনলাইন ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন পুরোপুরি তৈরি হতে এখনো সময় লাগবে। তার আগে হবে নানা জায়গায় মানবদেহে ট্রায়াল।

ভারতের যেসব গবেষক এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার সাথে জড়িত আছেন তারা দ্রুত লাইসেন্স নিয়ে কাজ করছেন, যাতে ভারতে এটির হিউম্যান ট্রায়াল শুরু করা যায়।

ভারতের সেরাম ইন্সটিটিউট এই ভ্যাকসিন প্রক্রিয়ার সাথে জড়িত এবং তারা যুক্তরাজ্যের সাথে কাজ করছেন। তারা বলছেন, এই ভ্যাকসিনে আশাবাদী হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে।

ভারতের গণমাধ্যমে খবর এসেছে, ভ্যাকসিনের লাইসেন্সিং প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারত এটি তৈরি করতে পারবে। সূত্র: বিবিসি বাংলা

Exit mobile version