অনলাইন ডেস্ক : নেতিবাচক রিপোর্ট পাওয়া অনলাইনগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, আমরা এ মাসের মধ্যেই কিছু অনলাইনকে রেজিস্ট্রেশন দেবো; যেগুলোর ব্যাপারে ইতিবাচক রিপোর্ট এসেছে। আর যেগুলোর ব্যাপারে নেতিবাচক রিপোর্ট এসেছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
বুধবার এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে ধন্যবাদ জানাই; তিনি পদত্যাগ করেছেন এজন্য। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল; বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা-ব্যক্তিদের নিয়ে। সে প্রেক্ষাপটে তার পদত্যাগকে আমি মনে করি স্বাস্থ্য অধিপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।