ব্রডগেজ ট্রেন সার্ভিস চালু ঢাকা-টাঙ্গাইল-ঢাকা

অনলাইন ডেস্ক: ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত কমিউটার ট্রেনের ‘টাঙ্গাইল এক্সপেস’ পরিবর্তে ব্রডগেজ রেল সার্ভিস চালু হয়েছে।আজ বুধবার থেকে এ সার্ভিসের পরিবর্তন আনা হয়। আগে কমিউটার ট্রেন চালু করলেও এখন থেকে কমিউটার ফরম্যাটের পরির্বতে ৬ কোচের ব্রডগেজ র্যা ক দ্বারা পরিচালিত হবে এ সার্ভিস।এ ছাড়া যে কমিউটার ট্রেনটি রয়েছে তা আগামীকাল বৃহস্পতিবার থেকে তুরাগ এক্সপ্রেস তার নিজের র্যা ক নিয়ে তুরাগ ১, ২, ৩, ৪ হিসাবে পুনরায় ঢাকা-জয়দেবপুর-ঢাকা চলবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সময় টাঙ্গাইলের ঘারিন্দা, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, বিমানবন্দর ও কমলাপুর স্টেশনে গিয়ে স্টপেজ দেবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ ছাড়া এ ট্রেনে শোভন দুটি, শোভন চেয়ার একটি, ফার্স্টক্লাস একটি, পাওয়ার কার একটি এবং লাগেজ ভ্যান প্লাস গার্ড ব্রেক একটি র্যাক থাকবে।টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন বলেন, বর্তমানে টাঙ্গাইল থেকে ঢাকায় প্রতিদিন আড়াইশ থেকে তিনশত যাত্রী যাতায়াত করে। এ ট্রেন চালু হওয়ায় টাঙ্গাইলবাসীর জন্য অনেক ভালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *