Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল চীনের মহাকাশ যান

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে চীন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটি। আর এমন পরিস্থিতির মাঝেই প্রথমবার একক দেশ হিসেবে মঙ্গলগ্রহে পাড়ি দিল চীন। বৃহস্পতিবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা হল চীনের মহাকাশ যান। হাইনান প্রদেশের ওয়েনচাং থেকে রওনা হল সেই মহাকাশযান।

এদিন চীনের স্পেস সেন্টার থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে Long March 5 Y-4 রকেট। আগামী বছরেরে ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে জানা গেছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি।

লাইভস্ট্রিমিংয়ে দেখানো হয়েছে সেই মহাকাশযান। এদিন সফলভাবের মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি।

Exit mobile version