Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৭৭ দেশে করোনা শনাক্তের ১৭ হাজার ভুয়া কিট উদ্ধার

অনলাইন ডেস্ক : বিশ্বের ৭৭টি দেশে করোনা শনাক্তের ১৭ হাজার ভুয়া কিট উদ্ধার করেছে পুলিশ। বুধবার ইন্টারপোলের মহাপরিচালক জারগান স্টক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৯ সালের ডিসেম্বর থেকে গত জুন পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে চার কোটি ডলার মূল্যের করোনার ভুয়া বা মানহীন কিট ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানে ৪০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিদিনই সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশকে করোনা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অপরাধী চক্রগুলো করোনা চিকিৎসায় ব্যবহৃত জরুরি সরঞ্জামগুলোতে ভেজাল করছে কেবলমাত্র মুনাফার জন্য।

পুলিশ জানিয়েছে, নকল হ্যান্ড স্যানিটাইজারও উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে জাহাজে পাঠানো সামুদ্রিক খাবার উদ্ধার করা হয়েছে, যার উৎস এশিয়া অঞ্চল। পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) এর ঘোষণা দিয়ে এগুলো আমদানি করা হয়েছিল। সূত্র: এএফপি, জাকার্তা পোস্ট, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Exit mobile version