সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও বিভাগীয় সহকারী পরিচালক জনাব-আবু আব্দুল্লাহ জাহিদ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  বুধবার (২২ জুলাই ২০২০ খ্রীঃ) তারিখ  ১১.৩০ ঘটিকা হইতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা হাইওয়ে হাটিকুমরুল গোলচত্তর থেকে অনুমান ১/২ কিলোমিটার উত্তরে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েন্ডিং ওয়ার্কসপ এর সামনে  অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলতাফ হোসেন (আলোক চান) (৪০),পিতা-মো: খাতের আলী, সাং-ইচুয়া (ঘাটকা মধ্যপাড়া), ২। মো: সুমন হোসেন (২৫), পিতা- মৃত-ইউসুফ আলী, সাং- ইচুয়া (ঘাটকা মধ্যপাড়া), ৩। মো: আলম হোসেন (২৭), পিতা মো: আলোক হোসেন , সাং- ঘাটকা দক্ষিনপাড়া, সর্ব আসামীর  থানা-ও জেলা-জয়পুরহাট,৪। মো: তুহিন (২৪), পিতা- মো: ফরিদুল ইসলাম, সাং- মাহমুদপুর, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যে বগুড়া হতে নগরবাড়ী যাত্রীবাহী বাস আল-আমিন,  যাহার নং-ঢাকা মেট্রো-জ-১১-০০১৬। বগুড়া হতে ঢাকাগামী একতা নামীয় যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫০৫৮।  বাসগুলোতে পৃথক পৃথক অভিযান চালিয়ে যথাক্রমে ১১০ বোতল ও ৪৫ বোতল, সর্বমোট= ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সরনীর ১৩ (গ)  আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *