‘মহাকাশে অস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া : আমেরিকা-ব্রিটেন’

অনলাইন ডেস্ক : রাশিয়া মহাকাশে উপগ্রহ বিরোধী অস্ত্র পরীক্ষা করেছে বলে ব্রিটেন এবং আমেরিকা যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে বরং পেশাদারিত্ব প্রদর্শন করা উচিত। মার্কিন তথ্য সন্ত্রাসকে আলোচনার টেবিলে বসার জন্য চাপ সৃষ্টি কৌশল হিসেবেও উল্লেখ করেছে রাশিয়া।
বৃহস্পতিবার মার্কিন স্পেস কমান্ড দাবি করেছে, গত ১৫ জুলাই রাশিয়া মহাকাশে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তারা বলেছে, রাশিয়ার কসমস স্যাটেলাইটের মাধ্যমে কক্ষপথে অস্ত্র পাঠানো হয়েছে।

মার্কিন স্পেস কমান্ড আরো বলেছে, রাশিয়ার এই অস্ত্র পাঠানো ঘটনা “সত্য, মারাত্মক এবং ক্রমবর্ধমান”।

ব্রিটিশ স্পেস ডাইরেক্টোরেটের প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভি স্মিথ একই ধরনের অভিযোগ করে বলেছেন, রাশিয়া স্যাটেলাইটের মাধ্যমে এমন কিছু পাঠিয়েছে যাতে অস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। রাশিয়ার এই আচরণ মহাকাশের নিরাপত্তা ধ্বংস করবে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *