Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেসবুক মেসেঞ্জার রুমসেও লাইভের সুযোগ দিচ্ছে

অনলাইন ডেস্ক : মেসেঞ্জার রুম নামে সম্প্রতি ভিডিও কলের নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। এবার মেসেঞ্জারের রুমস থেকে লাইভ করার সুযোগ দিতে নতুন ফিচার আনার কথা জানিয়েছে ফেইসবুক। গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের রুমস ফিচার আনে।

ফেইসবুক থেকে এখনই অবশ্য লাইভস্ট্রিম করা যায়। কিন্তু সেটা শুধুমাত্র একজনকে ইনভাইট করে। রুমস থেকে লাইভের সুযোগ মানে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলা যাবে!
ফেইসবুক এক প্রেস বিবৃতিতে বলেছে, মেসেঞ্জার রুমস ও ফেইসবুক লাইভ একসঙ্গে এনে নতুন পদ্ধতিতে পরস্পরকে যুক্ত করার ও তারা দূরে থাকলেও কনটেন্ট তৈরি করার সুবিধা আনা হচ্ছে।

যেসব দেশে মেসেঞ্জার রুমস সেবাটি চালু করা হয়েছে, সেখানে শিগগিরই মেসেঞ্জার মোবাইল ও মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে।

Exit mobile version