

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার পার্লামেন্টে ভাষণে তিনি বলেন, দিল্লিকে শান্তির বার্তা দিতে কাল আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়া হবে। পাকিস্তানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। তবে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখা হয়।পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের নতুন ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ। এসময় পাকিস্তানি সেনা সদস্যরা তার সঙ্গে সদাচরণ করেছেন বলে জানান তিনি।
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের কাশ্মীরে ভারতের বিমান হামলা; এবং দু’দেশের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় সৃষ্টি তীব্র উত্তেজনা, এরই মধ্যে প্রশমিত হতে শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেলে পার্লামেন্টে বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সংকট সমাধানে তিনি আলোচনায় আগ্রহী। সেইসঙ্গে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
ইমরান খান বলেন, চলমান সংঘাত চলতে থাকলে ভারত কিংবা পাকিস্তান কারোরই কোনো লাভ নেই। বরং এর মাধ্যমে আমাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আগেই বলেছি পাকিস্তান শান্তি চায়। তবে এটা আমাদের দুর্বলতা নয়। সঙ্কট নিরসনে আলোচনার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আশা করি এর মাধ্যমে শান্তি স্থাপন সহজ হবে। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোদি সরকার।
সংঘাত প্রশমনের ইঙ্গিত মিলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখা হয়। এতে ভারত থেকে বিভিন্ন ফ্লাইট রুট পরিবর্তন করে গন্তব্যে যেতে বাধ্য হয়। এছাড়া ব্যাংকক থেকে ইউরোপগামী কোনো বিমান না ছাড়ায় ভোগান্তিতে পড়েন শত শত পর্যটক।