সিজেএফবি এবার পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন যারা

অনলাইন ডেস্ক : ১৯তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৯-এর বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রথম অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

শনিবার রাত সাড়ে ৮টায় গ্লোবাল টিভির কনফারেন্স সেন্টার থেকে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার গ্লোবাল টিভি, দৈনিক ইত্তেফাক, এনটিভি ও রেডিও আমার-এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লি.-এর চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন খ্যাতিমান সংগীতজ্ঞ শেখ সাদী খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ এবং চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু।

২০১৯ সালের আজীবন সম্মাননা পুরস্কারের জন্য এবার নির্বাচন করা হয়েছে স্বনামখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন।

অন্যান্য পুরস্কার পেয়েছেন যারা :
সংগীতে সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)—আসিফ আকবর (শীতল পাটি)
সংগীতে সেরা কণ্ঠশিল্পী (নারী)—দিলশাদ নাহার কণা (চুপি চুপি)
সেরা গীতিকার—জুলফিকার রাসেল (শেষদিন)
সেরা সংগীত পরিচালক—আহম্মেদ হুমায়ূন (শীতল পাটি)
সেরা অডিও লেবেল—ধ্রুব মিউজিক স্টেশন
সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ)—সাব্বির নাসির (হর্ষ)
সেরা প্রতিশ্রুতিশীল তারকা (নারী)—টিনা রাসেল (শেষ দিন)
টেলিভিশনে সেরা অভিনেতা—আফরান নিশো (শেষটা সুন্দর)
টেলিভিশনে সেরা অভিনেত্রী—মেহজাবীন চৌধুরী (শেষটা সুন্দর)
সেরা পরিচালক—কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট)
সেরা নাট্যকার—মাসুম রেজা (ল্যাবরেটরি)
সেরা নাটক—দুর্গা ও বনজোছনার গল্প (সীমান্ত সজল)
সেরা উপস্থাপক—আনজাম মাসুদ (পরিবর্তন)
সেরা উপস্থাপিকা—শান্তা জাহান (ফোক স্টেশন)
সেরা উদীয়মান অভিনেতা—জিয়াউল হক পলাশ (ব্যাচেলর পয়েন্ট)
সেরা উদীয়মান অভিনেত্রী—তাসনুভা তিশা (টিউশনি)
সেরা অভিনেতা সমালোচক পুরস্কার—চঞ্চল চৌধুরী (কিংকর্তব্যবিমূঢ়)
সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার—তানজিন তিশা (শিশির বিন্দু)
সেরা মডেল—স্নিগ্ধা মোমিন (অরেঞ্জি)
সেরা ইভেন্ট অর্গানাইজার—স্বপন চৌধুরী (অন্তর শোবিজ)
জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম—বঙ্গ বিডি
জনপ্রিয় ইউটিউব চ্যানেল—মোশন রক
বেস্ট ইউটিউবার—তৌহিদ উদ্দিন আফ্রিদি
সেরা চলচ্চিত্র—নোলক
সেরা পরিচালক—সাকিব সনেট (নোলক)
চলচ্চিত্রে সেরা অভিনেতা—শাকিব খান (নোলক)
চলচ্চিত্রে সেরা অভিনেত্রী—ইয়ামিন হক ববি (নোলক)
সেরা সংলাপ ও চিত্রনাট্যকার—ফেরারী ফরহাদ (নোলক)
সেরা অভিনেতা সমালোচক পুরস্কার—সিয়াম আহমেদ (ফাগুন হাওয়া)
সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার—পরীমনি (আমার প্রেম আমার প্রিয়া)
সেরা নবাগত—অর্চিতা স্পর্শিয়া (আবার বসন্ত)
সিজেএফবি’র সভাপতি তামিম হাসান জানান, অল্প সময়ের মধ্যে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *