বাংলাদেশকে ঈদ উপহার হিসেবে ১০ ব্রডগেজ রেল ইঞ্জিন দিল ভারত

অনলাইন ডেস্ক : ভারত সরকার ঈদের উপহার হিসেবে বাংলাদেশকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (রেল ইঞ্জিন) উপহার দিয়েছে। ফুল দিয়ে বর্ণিলভাবে সাজানো ইঞ্জিনগুলো সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে উপস্থিত হাজারো মানুষ করতালি দিয়ে স্বাগত জানায়।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে রেল ইঞ্জিনগুলো সরাসরি গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত-ই-খুদা ও ভারতীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস দুই দেশের পক্ষে হস্তান্তরপত্রে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *