বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। গত কয়েকদিন ধরেই বগুড়ায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। নতুন ৫০ জন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৪ হাজার ৫৫৫ জনে।
সোমবার বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে পুরুষ ৩৬জন, নারী ১১জন ও শিশু ২জন রয়েছে।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৪৪ জন, দুপচাঁচিয়া ৪জন, কাহালু ও শাজাহানপুরে ১জন করে রয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৩২জন পজিটিভ, টিএমএসএস এর ৩৫ পরীক্ষার ফলাফলে ১৮জন পজিটিভ হয়। জেলায় ২৬ জুলাই নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৪ জনের। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলো ৪ হাজার ৫৫৫ জন। মোট সুস্থ হয়েছে ২ হাজার ৯৫৮। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫২ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০০ জনের।