যুদ্ধ চাই না রাজনীতির কারণে :মমতা

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। রাজনীতির প্রয়োজনে আর একটা নির্বাচন জেতার জন্য যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই।’ ভারতের জম্মু ও কাশ্মীরে পুলওয়ামার সিআরপিএফের গাড়িবহরে জঙ্গি হামলার জেরে উত্তপ্ত ভারত ও পাকিস্তানের সীমান্ত। এ সময় দেশবাসীর কাছে শান্তির বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা। 

গতকাল বৃহস্পতিবার মমতা বলেন, ‘প্রথম দিন থেকেই শুনছি শত্রুপক্ষের ৩০০-৩৫০ লোক মারা গেছে। কত–কী, আদৌ কেউ মারা গেছেন কি না, আমরা জানতে চাই। আরও জানতে চাই, বোমা কোথায় ফেলা হয়েছিল, আদৌ বোমা ঠিক জায়গায় পৌঁছেছিল কি না?’

আনন্দবাজার পত্রিকার আজ শুক্রবারের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মমতা বিদেশি সংবাদপত্রের নাম উল্লেখ করে বলেছেন, তারা বলছে—এমন কোনো ঘটনাই ঘটেনি। বোমাটি অন্য জায়গায় পড়েছে, মিস হয়েছে। মানুষ মারা যায়নি। কেউ বলছে, একজন মারা গেছে। সত্য বিষয়টি মানুষ জানতে চাইতে পারে?’

মমতা বলেন, ‘আমরা সেনাবাহিনীর সঙ্গেই রয়েছি। কিন্তু বাহিনীকে সত্যি কথা বলার সুযোগ দেওয়া উচিত।’

মমতা বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘পুলওয়ামার ঘটনা এবং তারপরে ভারতীয় বিমানবাহিনীর প্রত্যাঘাত, কোনো কিছু নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সঙ্গে আজ পর্যন্ত একটি বৈঠকও করেননি। দেশের পক্ষে আমরা সবাই। দেশকে আমরা ভালোবাসি। জওয়ানদের রক্তে রাজনীতি করা আমরা ভালোবাসি না। জওয়ানদের রক্তের দাম অনেক বেশি। তাঁরা আমাদের গর্ব। তাঁরা সীমান্তে লড়াই করেন। কিন্তু ভোটবাক্সে ফায়দা তোলার জন্য তাঁদের নিয়ে রাজনীতিও করে কেউ কেউ। এটার আমরা নিন্দা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *