কুষ্টিয়ায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ১,৫২৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৪৮ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,৫২৮ দাঁড়ালো।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ২৯ জুলাই ২০২০ মোট ৩৭৩ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৯, চুয়াডাঙ্গা ৮৮, ঝিনাইদহ ৮২ ও মেহেরপুর ২৪) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩২ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, কুমারখালী উপজেলার ৩ জন, মিরপুর উপজেলার ৭ জন ও ভেড়ামারা উপজেলার ৩ জনসহ মোট ৪৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ২৫ জন, ঝিনাইদহ জেলার ৩৪ জন ও মেহেরপুর জেলার ১১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ৯ জন, চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের ঠিকানাঃ হাউজিং ১ জন, কালিশংকরপুর ২ জন, পুরাতন আলফার মোড় ১ জন, হরিপুর ১ জন, কোর্ট পাড়া ৫ জন, কোর্ট পাড়া মার্কাজগলি ১ জন, আহম্মদপুর জগতি ১ জন, মিল পাড়া ১ জন, হাউজিং এ ব্লক ১ জন, কলাবাড়িয়া ১ জন, থানা পাড়া ১ জন, কৃষক পাড়া জগতি ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, নগর মোহাম্মাদপুর ১ জন, আমলা পাড়া ১ জন, ৬১-এনএস রোড আমলা পাড়া ১ জন, চৌড়হাস ২ জন, পশ্চিমপুর ১ জন, ৭৪/২- মোজাহার মোল্লা লেন কালিশংকরপুর ১ জন, আদর্শ পাড়া ১ জন, মোল্লা তেঘোরিয়া ১ জন, হাউজ ৩৭৬ ব্লক-ডি হাউজিং স্টেট ১ জন, হরিনারায়ণপুর ১ জন ও খাজা নগর ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ সলিমপুর মথুরাপুর ১ জন, কাইপাল মথুরাপুর ২ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ
বাঘবাড়িয়া পান্টি ১ জন, সাতপাখিয়া বেয়ারা ১ জন, কুমারখালী থানা ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ
মিরপুর ১ জন, ফুলবাড়িয়া ৪ জন, সোনালী ব্যাংক মিরপুর ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ
ফারাকপুর ২ জন, কাজিহাটা ১ জন।

নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৩৭ জন, মহিলা ১১ জন।

কুষ্টিয়া জেলায় অদ্যাবধি কোভিড রোগী সনাক্ত ১৫২৮ জন ।

সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যবহার করুন ও ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *