মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে মেডিকেল এ্যাসিস্ট্যান্টসহ নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে গাংনী হাসপাতালে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট তানভিরসহ গাংনীতে ৫ জন, মেহেরপুর সদর উপজেলায় ২ জন ও মুজিবনগরে ১ জন রয়েছেন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৬টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ।