Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘কুষ্টিয়ায় কেন্দ্রীয় মসজিদসহ ২ শতাধিক মসজিদে তিন দফায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্টিত’

কুষ্টিয়া প্রতিনিধি : সামাজিক দুরুত্ব মেনে বিপুল উৎসাগ উদ্দীপনার মধ্যদিয়ে কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদসহ প্রায় ২ শতাধিক মসজিদে তিন দফায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্টিত হয়েছে। তবে ঈদ উপলক্ষ্যে কোথাও কোন সাজ সজ্জা দেখা যায়নি।
সকাল ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রথম নামাজ অনুষ্টিত হয়। এতে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। এর পর সকাল পৌনে ৮টা ও পৌনে ৯টায় দ্বিতীয় ও তৃতীয় দফায় মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্টিত হয়েছে। করোনা সংক্রমন এড়াতে মসজিদ গুলোতে এক কাতার পর নামাজ আদায় এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ সকল স্বাস্থ্যবিধি মানতে লক্ষ্য করা গেছে। নামাজ শেষে করোনা মহামারিসহ সকল দুর্যোগ থেকে দেশ ও জাতির মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version