Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাস উল্টে গেল চালক ঘুমিয়ে পড়ায়

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের কম-তেহরান মহাসড়কে বাস উল্টে চালকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর ৭ টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইশনা নিউজ।

প্রতিবেদনে জানা যায়, ৪৪ জন যাত্রী নিয়ে একটি ভলভো বাস তেহরানের দিকে যাচ্ছিলো। এ সময় তেহরানের দক্ষিণ-পূর্ব প্রদেশের কাছাকাছি পৌঁছানোর এক পর্যায়ে চালক ঘুমিয়ে পড়লে বাসটি উল্টে যায়। এতে চালকসহ আটজন নিহত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিম তেহরানের পাহাড়ি রাস্তার পাশে ছাত্রদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়।

Exit mobile version