চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে শনিবার (ঈদের দিন) রাতে আসা প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, জেলা পুলিশের দায়িত্বপালনকালে পুলিশ সুপারের করোনা উপসর্গ দেখা দেয়। ফলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। শনিবার আসা প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, কয়েকদিন আগে থেকেই পুলিশ সুপার জাহিদুল ইসলামের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর থেকে তিনি সরকারি বাসভবনে হোম কোরেন্টাইনে ছিলেন। শনিবার তাঁর করোনা নিশ্চিত হওয়ার পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন।