মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী সড়কের গোহাট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।রোববার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের মৃত আকরাম হোসেনে ছেলে মকবুল হোসেন (৩০) ও আরোহী একই উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান (২৮)।
স্থানীয়রা জানান,নওদা মটমুড়া রাস্তা থেকে বামন্দী গোহাট নামক স্থানে পারাপারের সময় সামাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সপের সামনে থাকা পার্শ্ববর্তী লোহার রেলিং এ বাধা প্রাপ্ত হয়ে ট্রাকের চাকার নিচে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
ট্রাকের নাম্বার হলো কুষ্টিয়া-ট-১১-১৯২২। ট্রাকের হেল্পার ট্রাকটি ধৌত করার জন্য নিয়ে যাচ্ছিল।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বামন্দী আল-শেফা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওবাইদুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।