
অনলাইন ডেস্ক : কোয়েল মল্লিকের ভক্তদের জন্য সুখবর। গত ১০ জুলাই কোয়েল জানিয়েছিলেন, মা-বাবা ও স্বামীসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার রাতে কোয়েল জানান, তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ভারতের সংবাদমাধ্যম ক্যালকাটা টাইমসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও জানা গেছে, কোয়েল মল্লিক ও তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এ খবর নিশ্চিত করেছেন কোয়েল নিজেও।
নিজের ভেরিফায়েড ফেসবুকেও কোয়েল মল্লিক জানান, তাদের পুরো পরিবার সম্পূর্ণ সুস্থ এবং কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ভালোবাসা ও প্রার্থনার জন্য অনুরাগীদের কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.