সারাদেশে মৃত্যু বেড়ে ৩২৩৪, মোট শনাক্ত ২,৪৪,০২০

অনলাইন ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের ১৫০তম দিনে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,২৩৪ জন। এছাড়া একই সময়ে আরও ১,৯১৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪৪,০২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭,৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪,২৪৯টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ১,৩৫৬ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,৪২,১০২ জন। আর গত আরও ৩০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩,১৮৪ জন। এছাড়া গত সুস্থ হয়েছিলেন ১,০৬৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৩৭,৯০৫ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *