রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) এবং একই উপজেলার হামিদুল শেখের ছেলে শিমুল (২৫)।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আ লিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ীগাড়ী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সোনাপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে চলে গেলে ডানপাশ দিয়ে যাওয়া পাংশাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পাংশা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক কালুখালীর সোনাপুর মোড় নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।