কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৭৪ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,৭৫১ দাঁড়ালো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০৪ আগস্ট ২০২০ মোট ৩১২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৬, চুয়াডাঙ্গা ৯০ ও মেহেরপুর ২৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৪৫ জন, কুমারখালী উপজেলার ১৭ জন, দৌলতপুর উপজেলার ৪ জন ও মিরপুর উপজেলার ৮ জনসহ মোট কুষ্টিয়ায় মোট ৭৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ৩০ জন ও মেহেরপুর জেলার ১১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুমারখলী উপজেলার ১ জন, চুয়াডাঙ্গা জেলার ৫ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৫ জনের ঠিকানাঃ কুষ্টিয়া সদর ২ জন, হাউজিং ডি ব্লক ৮ জন, আমলাপাড়া ১ জন, আড়ুয়াপাড়া ২ জন,কালিশংকরপুর ১ জন, দিশালীপাড়া ১ জন, সদর ডাচ বাংলা ব্যাংক ১ জন, কাজী নগর ১ জন, গোস্বামী দুর্গাপুর ১ জন, পিটিআই ৩ জন, কোর্ট পাড়া ২ জন, হাউজিং নিশান মোড় ১ জন, গোরস্থান পাড়া ১ জন, সনোটায়ার ১ জন, হাউজিং কদমতলা ৪ জন, গজনবীপুর ২ জন, হাউজিং সি ব্লক ২ জন, ৪৮-এনএস রোড ১ জন, এসপি হাউজ-বড় আইলচড়া ২ জন, হাউজিং (ই-৫২) ৪ জন, নতুন কোর্ট পাড়া ১ জন, কমলাপুর ২ জন ও ৬৬-পশ্চিম মজমপুর-দাদাপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানাঃ কুমারখালী থানা ২ জন, দুর্গাপুর-কুমারখালী পৌর ৪ জন, কুন্ডুপাড়া- পৌর ২ জন, তেবাড়িয়া-পৌর ৩ জন, পুটিয়া-নন্দলালপুর ১ জন, অগ্রণী ব্যাংক -পৌর ১ জন, সারকান্দি-পৌর ১ জন, খয়েরচারা-পৌর ১ জন, কৃষ্ণপুর-পান্টি ১ জন ও চোড়াইখোল-নন্দলালপুর ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানাঃ পোড়াদহ ১ জন, কাঠদহ-পোড়াদহ ২ জন, ইউএইচসি ১ জন, গোবিন্দগুনিয়া-ধুবিল ১ জন, হালসা ১ জন, ও কচুবাড়িয়া ২ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ অগ্রণী ব্যাংক-আল্লার দর্গা ১ জন, মাস্টার পাড়া-দৌলতপুর ১ জন ও জয়রামপুর-হোগলবাড়িয়া ২ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।