দ্বিতীয় ধাপে নামকরা অনলাইনগুলোকে অনুমোদন দেওয়া হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দ্বিতীয় ধাপে দেশের নামকরা অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (০৫ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, যারা ভালো, যাদের বিষয়ে তদন্ত সংস্থা থেকে পজিটিভ রিপোর্ট আসবে, তারা সবাই নিবন্ধনের সুযোগ পাবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। আমরা বলেছিলাম, ঈদের আগে যে সব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করবো। কয়েকটি তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। যেহেতু দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি, তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম আমরা পরে একযোগে প্রকাশ করবো।

এ ছাড়া বাংলাদেশে চিরতরে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হোক, শেখ কামালের জন্মদিনে এটাই বড় প্রত্যাশা বলে জানান তথ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *