মাগুরা প্রতিনিধি : মাগুরায় নতুন করে এক ওয়ার্ড কাউন্সিলরসহ ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৩ জন।
বুধবার তাদের করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ রেজাল্ট আসে। এটিই একদিনে জেলার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বুধবার মাগুরা পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরসহ জেলায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪৯৩ জন। মোট সুস্থ হয়েছে ৩৬০ জন।
এছাড়া মাগুরা সদরে ছয়জন, শ্রীপুরে তিনজন ও শালিখা উপজেলায় একজনসহ ১০ জন মারা গেছেন। আক্রান্তদের চারজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ১০৮ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ১১ জনকে জেলার বাইরে রেফার করা হয়েছে বলেও জানান তিনি।