Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘বৈরুতে বিস্ফোরণের তীব্রতা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান’

অনলাইন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ি-ঘর এমনভাবে কেঁপে ওঠেছিল যে স্থানীয়রা ভাবছিলেন ভূমিকম্প হচ্ছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মানুষের চিৎকার ও ছুটোছুটি করতে দেখা যায়। বাড়িঘরের জানালার কাচ ও বেলকনি ভেঙেও অনেকে আহত হন।

এই বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বৈরুতে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান। তবে তীব্রতার মাত্রা ৩.৩ হলেও তা সরাসরি একই মাত্রার ভূমিকম্পের সমতুল্য নয়।

কারণটা ব্যাখ্যা করেছেন জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের ভূ-পদার্থবিদ ডন ব্লেকম্যান। তিনি বলেছেন, বৈরুত বিস্ফোরণের মতো ভূপৃষ্ঠের বিস্ফোরণগুলো একই রকমের শক্তির ভূমিকম্পের মতো তীব্রতা উৎপন্ন করে না। এ ধরনের শক্তির বেশিরভাগই ছড়িয়ে পড়ে বাতাস ও ভবনে গিয়ে। তিনি বলেছেন, ‘এধরনের শক্তি মাটির শিলায় পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত হয় না।’

অর্থাৎ এ ধরনের বিস্ফোরণ যদি ভূগর্ভে ঘটতো তাহলে তীব্রতার মাত্রা আরও অনেক হতো।

Exit mobile version