চুয়াডাঙ্গায় নতুন ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৮৯। বৃহস্পতিবার রাতে আসা করোনা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার কুতুবপুর গ্রামে একজন, সাদেকআলী মল্লিকপাড়ায় একজন, শান্তিপাড়ায় দুইজন, শংকরচন্দ্র গ্রামে একজন, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ায় একজন, দৌলতদিয়াড় গ্রামে দুইজন, ফার্মপাড়ায় একজন, বড়বাজার পাড়ায় একজন, আরামপাড়ায় দুইজন, সাতগাড়ির তিনজন, গাইদঘাট গ্রামের তিনজন, মহিলাকলেজ পাড়ায় একজন ও রাজাপুর গ্রামে একজন।
এছাড়া আলমডাঙ্গা উপজেলায় পুরাতন পাচলিয়া গ্রামের একজন, হাটবোয়ালিয়া গ্রামের একজন, কোর্টপাড়ায় একজন ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, জীবননগর উপজেলায় আশতলাপাড়ায় একজন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও গকুলনগরে একজন এবং দামুড়হুদা উপজেলায় কানাইডাঙ্গা গ্রামে দুইজন ও দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *