ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা ঢাকা কোচ স্ট্যান্ডে গণপরিবহনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ৬আগস্ট বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান পরিচালনা করেন।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০দশ হাজার ও জে.আর পরিবহনকে ২ দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ইউএনও সোহেল মারুফ বলেন, জে.আর পরিবহনের টিকিটে টাকার অংক ছিল না এবং শ্যামলী পরিবহনের টিকিটে অতিরিক্ত টাকা উল্লিখিত ছিল, দুটোই অপরাধ।। তারা উভয়েই অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেছে। অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে ।