

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার গণ পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা ২১ জন বাস চালকে সর্বমোট ৮৪,০০০/- টাকা জরিমানা প্রদান করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুুলিশ মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৭ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ বিকলে ০২.২৫ ঘটিকায় এক্য্রিকিউটিড ম্যাজিস্ট্রেট ক-অঞ্চল,সিরাজগঞ্জ, মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে যমুনা পশ্চিম থানাধীন এলাকায় মহাসড়ক এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকাগামী ২১ টি বাসে সর্ব্যে মোট ২১ জন চালকে ৮৪,০০০/- টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৬ ধারা এই জরিমানা করা হয়। এই ধারায় সরকারী আইন ভঙ্গ করে যাএীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় এবং স্বাস্থ্য বিধী না মেনে যাএী নেওয়ায় এই জরিমানা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আর বলা হয় যে, আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিয়ান অব্যহত থাকবে।