অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এখন পর্যন্ত করোনা নির্মূলে কোনো টিকা বাজারে আসেনি। তবে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকা উৎপাদন করবে চীন। এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অক্সফোর্ডের ভ্যাকসিনটির উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমের দায়িত্বে রয়েছে বৃটিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এস্ট্রাজেনেকা। বৃহস্পতিবার এস্ট্রাজেনেকা জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে টিকাটি উৎপাদন করবে চীনা কোম্পানি শেনঝেন কাংতাই বায়োলজিউক্যাল প্রোডাক্টস। অক্সফোর্ডের টিকা নিয়ে কোনো চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এটাই এস্ট্রাজেনেকার প্রথম চুক্তি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বর্তমানে বিশ্বজুড়ে মানবদেহে পরীক্ষা চলছে অন্তত ২৬টি সম্ভাব্য করোনা টিকার। এর মধ্যে আটটিই তৈরি হচ্ছে চীনে। তা সত্ত্বেও অক্সফোর্ডের টিকা উৎপাদনে শীর্ষ টিকা তৈরিকারক চীনা কোম্পানির সঙ্গে চুক্তিটি করোনার টিকা তৈরিতে এস্ট্রাজেনেকার এগিয়ে থাকার বিষয়টি আরো জোরদার করলো।
চুক্তি অনুসারে, চীনের শেনঝেন কাংতাই এক বছরে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকাটির অন্তত ১০ কোটি ডোজ উৎপাদন করবে।
চলতি বছরের মধ্যেই টিকাটি উৎপাদনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ শেষ করবে তারা। পরীক্ষাধীন ওই টিকাটি এজেড১২২২ নামে পরিচিত।
চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে এস্ট্রাজেনেকা জানায়, শেনঝেন-ভিত্তিক কোম্পানিটিকে অবশ্যই আগামী বছরের মধ্যে ২০ কোটি ডোজ উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে হবে। এছাড়া, বাজারে থাকা অন্যান্য সম্ভাব্য টিকা নিয়েও চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছে এস্ট্রাজেনেকা।
এখন পর্যন্ত করোনার কোনো অনুমোদিত টিকা বাজারে নেই। তবে অনুমোদন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি টিকা। এর মধ্যে অক্সফোর্ডের টিকাটির ফলাফল বেশ আশা জাগিয়েছে। টিকাটি উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বৃটেন, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে এস্ট্রাজেনেকা।