করোনাভাইরাস : ভারতে একদিনে আক্রান্তের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক : সম্প্রতি করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সাড়ে ৬২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে, যা ছিল একই সময়ে বিশ্বে সর্বোচ্চ।

ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬২ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ৫৮ হাজার এবং ব্রাজিলে প্রায় ৫৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।
মোট করোনা আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। আর মৃতের হিসাবে রয়েছে পঞ্চম স্থানে।

গত কয়েকদিন ধরেই ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের ওপরে থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত টানা নয় দিন তাই হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে বলা হয়, একদিনে সংক্রমণ অনেকটা বেড়ে ৬২ হাজার ৫৩৮ জনে দাঁড়িয়েছে যা এখন পর্যন্ত রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮৮৬ জনের।

ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৭৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ লাখ ৫৮৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর পরেই উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। পর্যায়ক্রমে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি ও উত্তরপ্রদেশ রয়েছে অধিক সংক্রমিত রাজ্যের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *