আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আলমডাঙ্গার পারদূর্গাপুরের আমজাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তি। ৭ আগস্ট রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয় তার।
জানা গেছে, গত প্রায় ১০ দিন ধরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন আলমডাঙ্গার পারদূর্গাপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমজাদ হোসেন। শুক্রবার (৭ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও শামীম কবীর জানান, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯টার দিকে তিনি মারা যান।