যশোর প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকালে শার্শার গোগা গাজিপাড়া সীমান্ত মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোগা গাজিপাড়া মাঠে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ২০০ গ্রাম রুপা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগে ভাগে পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।