নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী ও তার পুত্র পারভেজ আনোয়ার তনু করোনায় আক্রান্ত হয়েছে।
গতকাল পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পাওয়া যায়। তবে মেয়র আনোয়ার আলীর স্ত্রী আক্তার জাহান রিপোর্ট এখনও আসেনি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৬ই, আগস্ট) কুষ্টিয়া জেলার পৌর মেয়র আনোয়ার আলী ও তাঁর পুত্র পারভেজ আনোয়ার (তনু)’র দেহে করোনা সণাক্ত হয়। বর্তমানে তারা দুজনেই ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে। মুঠোফোনে পারভেজ আনোয়ার তনু এ প্রতিবেদককে জানান, তিনি ও তার পিতা পৌর মেয়র আনোয়ার আলী দুজনেই ভালো আছেন। সবার কাছে সুস্থতা কামনার জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।