বগুড়ায় আরও ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে আরও ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৮০ জন।

গতকাল শুক্রবার ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। বগুড়া সিভিল সার্জন কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ জন, ২১ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত মোট ৩ হাজার ৮৭৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জন।

ডা. ফারজানুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৬৮টি পজিটিভ এবং টিএমসির পিসিআর ল্যাবে ৩৪টি নমুনায় ১৮ জনের পজিটিভ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *