কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৬৯ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,০৫৫ দাঁড়ালো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০৯ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২২৫, চুয়াডাঙ্গা ১১১ ও মেহেরপুর ৪০) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৪২ জন, কুমারখালী উপজেলার ১০ জন, দৌলতপুর উপজেলার ৫ জন, খোকসা উপজেলার ১ জন, ভেড়ামারা উপজেলার ২জন ও মিরপুর উপজেলার ৯ জনসহ কুষ্টিয়ায় মোট ৬৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ৪০ জন ও মেহেরপুর জেলার ২১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৭ জন ও মেহেরপুর জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪২ জনের ঠিকানাঃ চৌড়হাস ৪ জন, চৌড়হাস ফুলতলা ১ জন, কাস্টমস মোড়-চৌড়হাস ২ জন, আড়ুয়াপাড়া ৫ জন, মজমপুর ১ জন, হরিপুর ২ জন, গোশালা কোর্টপাড়া ১ জন, কোর্ট পাড়া ১ জন, পেয়ারাতলা ২ জন, আমলাপাড়া ৩ জন, মঙ্গলবাড়িয়া ২ জন, হাউজিং এ ব্লক ১ জন, সদর ১ জন, ঈদগা পাড়া ১ জন, শংকরদিয়া ১ জন, কুমারগাড়া ১ জন, কেজিএইচ ৫ জন, নারিকেল তলা ৩ জন, গোরস্থান পাড়া ১ জন, কমলাপুর ১ জন, সিএস গলি ১ জন ও বাড়াদি ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ ইউ এইচ সি-কুমারখালী ২ জন, মহেন্দ্রপুর ৩ জন, আগ্রাকুন্দা ১ জন, দুর্গাপুর ১ জন, কুন্ডু পাড়া ১ জন, সারকান্দি ১ জন ও খায়েরচাড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানাঃ হালসা ১ জন, সদরপুর ১ জন, খারারা বহালবাড়িয়া ১ জম, দায়দিয়ানাথ তলা-বহালবাড়িয়া ১ জন, ইউএইচসি -মিরপুর ২ জন, বাসস্ট্যান্ড ১ জন, খোন্দকবাড়িয়া ১ জন ও কাইজার ভবন- মজমপুর ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ চাক দৌলতপুর ১ জন, বৈরাগির চড় ১ জন, চড়দিয়ার-হোগল বাড়িয়া ১ জন, ইউএইচসি দৌলতপুর ১ জন, শীতলাই পাড়া-রিফায়েতপুর ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ চাঁদট ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ চড় দামুকদিয়া ১ জন ও পূর্ব নওয়াপাড়া ১ জন।