সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের জেলার মাদক বিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইসমাইল হোসেন (৩৫) এবং মোঃ কাউছার হামিদ সোহেল (২৭), নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত ১। মোঃ ইসমাইল হোসেন (৩৫), হলেন সিরাজঞ্জ জেলার, বয়ড়া গ্রামের, মৃতঃ আঃ আজিজ, এর ছেলে। আপর জন হলেন, মোঃ কাউছার হামিদ সোহেল (২৭),হলেন সিরাজঞ্জ জেলার, চন্দ্রকোনা ফকিরতলা পাড়া গ্রামের, মোঃ মোসলেম উদ্দিন এর ছেলে, তারা উভয় সদর থানার বাসিন্ধা। এ সময় তাদের নিকট হইতে ১৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইলসেট,০১ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ বিকেল ১৫.৪০ সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়াধানগড়াস্থ রোড় অফিসের সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা রুজু করা হয় ।