কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট সহযোগিতায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে, করোনাকালিন পরিস্থিতিতে এ জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ। বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী সহ সম্মানিত ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বলেন, দ্বিধা দ্বন্দ ভুলে সকল সাংবাদিক এক হয়ে কাজ করতে হবে। কোন সাংবাদিকের সাথে আর একজন সাংবাদিকের মনোদ্বন্দ থাকলে তা ভুলে যেয়ে এই করোনা মহামারী সময়ে সেবামূলক কাজ করতে হবে। সাংবাদিক জাতির বিবেক।